নওগাঁ জেলাধীন মহাদেবপুর উপজেলায় এ ধরনের কোন কারিগরি (বিএম) শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় উপজেলাধীন সকল জন সাধারণের চাহিদার প্রেক্ষিতে এবং যুগোপযোগী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠাতা জনাব মোঃ মোবারক আলী, প্রতিষ্ঠাতা জনাব মোঃ ইব্রাহিম হোসেন, শিক্ষানুরাগী জনাব এস,এম আলী আহমেদ, দাতা জনাব মোঃ সাজ্জাদ হোসেন এবং দাতা জনাব স.ম আসাদুজ্জামান সহ অত্র এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় অত্র কলেজটি ২০০১ সালে মহাদেবপুর উপজেলার বাসষ্ট্যান্ড (মাছ চত্বর) হতে পূর্ব দিকে প্রায় ২.০০ কিলোমিটার দূরে মহাদেবপুর টু মাতাজীহাট রোডের পুর্ব পার্শ্বে নাটশাল গ্রামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০১-২০০২ শিক্ষাবর্ষ হতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়। প্রতিষ্ঠা লগ্নে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচ,এস,সি (ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষাক্রমের ২টি ষ্পেশালাইজেশনের অনুমোদন পেয়ে পাঠদান কার্যক্রম শুরু করে এবং কলেজটি মহাদেবপুর উপজেলার প্রথম কারিগরি (বিএম) কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। কলেজটি ২০০২ সালের ১লা মে হতে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এম,পি,ও ভুক্ত হয় । ২০০৫ সালের মধ্যে কলেজটিতে আরো ৩টি ষ্পেশালাইজেশনের অনুমোদন পেয়ে মোট ৫টি ষ্পেশালাইজেশন নিয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা পাঠদানের মাধ্যমে অদ্যাবধি সুনামের সহিত এইচ,এস,সি (ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং প্রতিষ্ঠা লগ্ন হতে প্রত্যেক পাবলিক/সমাপনী পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে আসছে। কলেজটিতে প্রথম অধ্যক্ষ হিসেবে জনাব মোঃ মোবারক আলী, পিতা- মৃত. তুমিজ উদ্দীন আহমেদ কে নিয়োগ প্রদান করা হয় এবং তিনি অদ্যবধি সুনামের সহিত সুষ্ঠু ও সুন্দরভাবে কলেজের সকল কার্যক্রম দক্ষতার সহিত পালন করে আসছেন। অত্র কলেজটি ২০০৪ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক এইচ,এস,সি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত হয় এবং পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যাবধি সুনামের সহিত পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে । এছাড়া এই কলেজে ২০০৩ সাল থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্টা) মেয়াদী কোর্স চালু আছে। অত্র কলেজটি ২০১৫ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্টা) মেয়াদী কোর্সের পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়। এই কলেজটি জাতীয় শিক্ষা সপ্তাহ/২০১৭ এর ফলাফলে মহাদেবপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় ।